Bong 24: সম্প্রতি একাধিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে,অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় 'করক সিংহ'তে অভিনয় করবেন বাংলার অভিনেত্রী জয়া আহসান ও...
Bong 24: সম্প্রতি একাধিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে,অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় 'করক সিংহ'তে অভিনয় করবেন বাংলার অভিনেত্রী জয়া আহসান ও মুম্বইয়ের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।
শোনা যাচ্ছে, পঙ্কজ - জয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-র অভিনেত্রী সঞ্জনা সাংঘি'কে । সংবাদ সূত্র বলছে, আর্থিক কেলেঙ্কারি এই ছবির মূল বিষয়বস্তু। যদিও তা বাস্তবের কোনও ঘটনা থেকে অনুপ্রাণিত নাকি কাল্পনিক, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতা ও মুম্বইয়ের একাধিক জায়গাকে বেছে নেওয়া হবে শ্যুটিং লোকেশান হিসাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শ্যুটিং শুরু হবে মায়ানগরীতে। এরপর তিলোত্তমায় টানা ২০-২৫ দিন চলবে শ্যুটিং।
প্রসঙ্গত, টলি- বলি দুই ইন্ডাস্ট্রিতেই দারুণ জনপ্রিয় অনিরুদ্ধ রায়চৌধুরী। বাংলায় যেমন তিনি উপহার দিয়েছেন 'অন্তহীন', 'একটি তারার খোঁজে', 'অপরাজিতা তেমনি হিন্দিতে আছে 'পিঙ্ক','লস্ট' এর মতো ছবি।
এখন দেখার নতুন ছবি কতটা সাফল্য পায়।
কলমেঃ শাশ্বতী চ্যাটার্জি
.jpg)


COMMENTS